দুনিয়ার জীবনে....। In the life of the world....


 মানুষকে দুনিয়াতে তিনটা রোল প্লে করতে হয়। 

এক সোশ্যাল রোল 

দুই ব্লাড রিলেশান রোল 

তিন স্পিরিচুয়াল রোল।

কিংবা এইভাবে বলা যায়। মানুষ একইসাথে তিনটা প্যারালাল জগতে বাস করে। এক নাম্বার জগত টা হল আমাদের সো কল্ড সমাজ ,রাষ্ট্র ,দেশ। এই জগতের সদস্য হিসেবে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হয়। এইটাকে সোশ্যাল রোল বলে।

এরপর আসে পারিবারিক রোল টা। তোমার জন্মদাতা পিতা মাতা,ভাই বোন ,প্রেমিকা ,স্ত্রী ,সন্তান। মানুষের জীবনের বড় একটা অংশ জুড়ে এরা বিরাজ করে। তোমার অস্থিত্ব ,তোমার অবস্থানের কারণে তুমি এই মানুষগুলোর প্রতি গ্রেটফুল। এই সম্পর্কগুলো তোমাকে মেইনটেইন করতে হবে। তোমার চাকরি ,ব্যাবসা ,পড়ালেখা সবই এই ফ্যামিলি ওয়ার্ল্ডের বিভিন্ন চাহিদার সাথে ইন্টারকানেক্টেড। দিনে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা তোমাকে এই রোল প্লে করতে হবে।

এটা দা এন্ড অফ দা ডে ঘুম টা বাদ দিলে তোমার হাতে খুব বেশী হলে দুই এক ঘন্টা সময় থাকে নিজেকে দেয়ার্। খুব কম সময়। সাউন্ডস সেলফিশ? 

ঘুমানোর আগে ঘড়ির কাঁটাটা যখন রাত বারোটার ঘর অতিক্রম করে আমরা আমাদের এই নিজস্ব তৃতীয় জগতে ঢুকে পড়ি। যাবতীয় মুখোশ খুলে। এই জগতের নামই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই জগতে আপনার সঙ্গী শুধু আপনি নিজে। আর কেউনা।

তবে সবাই এই তৃতীয় এই জগতের দেখা পায়না। পারিবারিক সমস্যা ,আর্থিক সমস্যা এই সমস্যা ওই সমস্যার চিন্তা করতে করতে আমাদের ঘুম টা আসে। পরের দিন সকালেই আবার দৌড়।

আমরা জানতেই পারিনা নিজের সাথে নিজেকে মেশানোর অদ্ভুত অনুভূতিটা কেমন। স্পিরিচুয়াল এই জগত আপনাকে পৃথিবীর যেকোন প্রান্তে নিয়ে যাবে। 

ওয়েল আত্মিক ভাবে। যেমন ধরেন আমার ইচ্ছা হিমালয়ের কোন এক নির্জন গুজায় একলা কয়েকটা বছর কাটানোর্। আমি সেখানে দৈহিক ভাবে যেতে পারি। বাট আমার জীবন সেটা আমাকে হতে দেবেনা। কিন্তু আপনি যদি আপনার মেন্টাল কনসেনট্রেশনের উপর সেই লেভেলের নিয়ন্ত্রন আনতে পারেন তাহলে আপনি কল্পনায় সেখানে যেতে পারবেন। 

একদম ফিজিক্যালি হিমালয়ে গেলে যে অনুভূতি ঠান্ডা সেই ফিল টাই পাবেন। 

কিন্তু এই লেভেলে যাওয়াটা অনেকটা কঠিন।

মানব মন হচ্ছে একটা নক্ষত্রের মত। এর শক্তি অপরিসীম। আবার মানসিক জগতটা গ্যালাক্সির মত। এখানে অনেকগুলো ছোট ছোট সোলার সিস্টেম আছে ,গ্রহ উপগ্রহ আছে। আমরা সেই গ্যালাক্সির কতটুকুই বা পাড়ি দিয়েছি। 

এ কারণেই বহুকাল আগে গ্রীসে জন্মান এক মহামানব বলেছেন 

নৌ দাই সেলফ। নিজেকে জানো।

এপার্ট ফ্রপ কারেন্ট এফেয়ার্স ,বিসিএস গাইড হ্যান ত্যান।

কার্ল সেগান এক লেজেন্ডারি ব্যাক্তিত্ব ছিলেন মহাকাশ বিজ্ঞানের্। 

তিনি বলেছিলেন

"The nitrogen in our DNA, the calcium in our teeth, the iron in our blood, the carbon in our apple pies were made in the interiors of collapsing stars. We are made of starstuff"

উই আর মেইড অফ স্টার স্টাফ। মানেটা হলো,

আমরা প্রত্যেকেই নক্ষত্র কণা দিয়ে তৈরী। এই মহাবিশ্বের আমরা একটা অংশ। আমাদের ছাড়া এই সৌরমন্ডল ,এই নিহারিকা সব ইনকমপ্লিট।

তোমাদের প্রতিদিনের প্রেম ভালোবাসা ,টাকা পয়সা ,স্বার্থ মিথ্যা ,সম্পর্কের টানা পোড়েনের মাঝে সময় পেলে নিজের বুকের ভেতরটায় একটু তাকিও। দেখবে কি অদ্ভুত সুন্দর জগত আছে সেখানে আবিস্কারের অপেক্ষায়।

নিজেকে প্রশ্ন কোরো 

আমরা আসলে কতটুকু আমাদের?


©সংগৃহীত 

Post a Comment

0 Comments